মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেইন গেটের উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন তিন রুম বিশিষ্ট টিনের একটি চারচালা দোকান ঘর মালিকের নিকট থেকে ভাড়া নিয়ে ভাড়াটিয়া নিজেই মালিক সাজার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ঘর মালিক তহমিনা বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানা অভিযোগ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স মেইন গেটের উত্তর পাশে একটি টিনের দোকান ঘর এর মালিক তহমিনা বেগম(৪৫) এর নিকট থেকে ব্যবসা করার জন্য সুখ-সাথী প্যাথলজির মালিক মাগুরা গ্রামের মৃত নান্না মিয়ার পুত্র শাহিন মিয়া(৩৮), সাইকেল গ্যারেজ ব্যবসায়ী ছত্তরকান্দা গ্রামের হেমায়েত শিকদারের পুত্র জামাল শিকদার, মটর সাইকেল গ্যারেজ ব্যবসায়ী শ্রীরামপুর বাকা তালুকদারের পুত্র কিবরিয়া তালুকদার গত ১০/১২ বছর পূর্বে দোকান ঘর স্টামে লিখিত ডিড করে ভাড়া করেন। ভাড়াটিয়াগণ গত ১-৫-২০১০ইং তারিখ পর্যন্ত ঘড় ভাড়া নিয়মিত পরিশোধ করার পর থেকে বর্তমান অক্টোবর মাস ২০১৫ইং পর্যন্ত ঘর ভাড়া বন্ধ করে দেয়। মালিক বার বার ভাড়াটিয়াদের নিকট ঘড় ভাড়া চাইলে ভাড়াটিয়া কিবরিয়া বাদে বাকি দুই জন বলেন ঘর ভাড়া আমরা দিব না কারণ এই ঘরের মালিক আমরা নিজেরাই। ঘর মালিক তহমিনা আলফাডাঙ্গা থানায় অভিযোগ দিলে শাহিন ও জামাল ঘর বন্ধ করে পলাতক রয়েছে এবং অপর ভাড়াটিয়া কিবরিয়া আপোষ মিমাংশায় বর্তমানে ঘর ভাড়া পরিশোধ করছে। আলফাডাঙ্গা থানার এস আই মো. সাহেব আলী অভিযোগের সত্যতা শিকার করে সাংবাদিকদের জানান, এ বিষয় তদন্ত চলছে, অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে প্যাথলজি ব্যবসায়ী শাহিন মুঠোফোনে (০১৭২৬৯৩০০২৯) জানান, বর্তমানে এই ঘর মালিক আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন