আলফাডাঙ্গা(ফরিদপুর) ঃ স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে ট্রাস্ট আইনের ২২ এর “খ” ধারা বাতিল করে উক্ত পদের চাকুরী জাতীয় করনের দাবীতে গত সোমবার ১২ অক্টোবর আলফাডাঙ্গা উপজেলা সি এইচ সি পি’র উদ্যেগে স্বাস্থ্য কমপ্লেক্া্ররে সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশ গ্রহন করেন উপজেলার ১৩ টি কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সি.পি সানজিদা খান, ফরিদা খানম, কল্যানী রানী সেন, মল্লিকা দাস, রহিমা বেগম, মানব কুমার বিশ্বাস, বিশ্বজিৎ বাগচী, মিলন শেখ, জালাল উদ্দিন, আমেনা বেগম, বিপুল প্রমূখ।
সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
চাকুরী জাতীয় করনের দাবীতে আলফাডাঙ্গায় কমিউনিটি ক্লিনিকের মানববন্ধন
আলফাডাঙ্গা(ফরিদপুর) ঃ স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে ট্রাস্ট আইনের ২২ এর “খ” ধারা বাতিল করে উক্ত পদের চাকুরী জাতীয় করনের দাবীতে গত সোমবার ১২ অক্টোবর আলফাডাঙ্গা উপজেলা সি এইচ সি পি’র উদ্যেগে স্বাস্থ্য কমপ্লেক্া্ররে সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশ গ্রহন করেন উপজেলার ১৩ টি কমিউনিটি ক্লিনিকের সি.এইচ.সি.পি সানজিদা খান, ফরিদা খানম, কল্যানী রানী সেন, মল্লিকা দাস, রহিমা বেগম, মানব কুমার বিশ্বাস, বিশ্বজিৎ বাগচী, মিলন শেখ, জালাল উদ্দিন, আমেনা বেগম, বিপুল প্রমূখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন