প্রতিনিধি ,আলফাডাঙ্গা ঃ বাংলাদেশকে সুদক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে ডিজিটাল দেশ হিসাবে বিশ্বের মধ্যে প্রথম শ্রেনীর দেশ গড়ে তোলার জন্য কাজ করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষক লীগ অবিরম কাজ করে চলছে।
আজ শুক্রবার বিকাল ৪ টার আলফাডাঙ্গা উপজেলা শিরগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন কালে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সরকার মুক্তিযোদ্ধার সরকার। নারী ক্ষমতায়নে বিশেষ অবদান রাখার জন্য এজেন্ট অব চেঞ্জ উপাধীতে ভূষিত হওয়ায় বাংলাদেশ কৃষকলীগের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. কুদ্দুস খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লে. কর্ণেল ম্সুদ হায়দার, কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান, শিরগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. আজিজ মোল্যা, পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক মো. ওলিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু শ্যামল কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক কাজী ইমদাদুল হক বকুল। অন্যান্যদের মধ্যে কাজী আমেনা ওয়াহেদ এর পুত্র ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী হারুন অর রশীদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগ নেতা কাজী আব্দুল্লাহ আল রশীদ উপস্থিত ছিলেন।
এসময় ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব এম এম দাউদ বিশেষ কাজে অনুষ্ঠানে আসতে না পেরে মোবাইল ফোনের মাধ্যমে সবাইকে শুভে”ছা জানান।
ফাইনাল খেলায় কাশিয়ানী উপজেলা ফুটবল একাদশ ৪-৩ গোলে ট্রাইবেকারে মোহাম্মাদপুর একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
খেলা দেখার জন্য দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন