বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

স্কুল বন্ধ রাখার অপরাধে দুই শিক্ষক শোকজ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের ৪৮ নং কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ রাখার অপরাধে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিস।

শিক্ষা অফিস সুত্রে জানা যায়, আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলাধীন বানা ইউনিয়নের ৪৮ নং কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. লাবনী খানম ও মোসা. ইয়াসমিন বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুলে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রথম ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ছুটি দিয়ে স্কুল বন্ধ করে নিজেদের ব্যক্তিগত কাজে বেরিয়ে যান। উক্ত স্কুলে মোট শিক্ষক ৩ জন। প্রধান শিক্ষক উপজেলা মাসিক মিটিং এ থাকার সুযোগে উক্ত দুই সহকারী শিক্ষক স্কুলটি বন্ধ করে ইচ্ছামত সরকারী নিয়মকে উপেক্ষা করে ব্যক্তিগত কাজ করেন। বিষয়টি উপজেলা শিক্ষা অফিস জানতে পেয়ে উক্ত দুই শিক্ষককে শোকজ করেন।
 
এ ব্যাপারে শিক্ষক লাবনী খানম ও ইয়াসমিন এর নিকট জানতে চাইলে তারা বলেন, স্কুল বন্ধ রাখলে এ ধরনের ঘটনা ঘটবে তা আমরা বুঝতে পারিনি।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রওশোন আরা বেগম বলেন, আমি ঔ দুই শিক্ষককে স্কুলে রেখে উপজেলা মাসিক মিটিং এ আসি কিন্তু এই সুবাদে তারা স্কুল বন্ধ করে দেয়। তিনি পত্রিকায় নিউজ না করার জন্য অনুরোধ করে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মূন্সি রুহুল আসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়ে আমি প্রথমে তাদেরকে শোকজ করেছি। পরবর্তীতে আইনানুগ আরও ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন