শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা আহত! ঘর বাড়ি ভাংচুর

প্রতিনিধি, আলফাডাঙ্গা  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রতিপক্ষের হামলায় মো. জাফর মোল্যা(৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে আহত করা ও তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করা অভিযোগ পাওয়া গেছে। আহত মুক্তিযোদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে শনিবার আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত মুক্তিযোদ্ধা জাফর মোল্যা। শুক্রবার (০৯-০৯-১৬) সকালে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিতের বানা গ্রামের মুক্তিযোদ্ধা মো. জাফর মোল্যার বাড়িতে হামলাকারীরা এসে জাফর মোল্যার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। জাফর মোল্যা ঘর থেকে বের হয়ে গালিগালাজ করতে নিষেধ করলে হামলাকারীরা জাফর মোল্যাকে মারধর করে। এ সময় তার বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর ও অনুমান ৩৬ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে জানা যায়। হামলাকারীরা বানা ইউনিয়নের দিঘলবানা গ্রামের মো. পলাশ(৩৫), মো. জমির উদ্দিন মোল্যা(৫৫), দেলওয়ার মোল্যা(৪০), বাকিয়ার(৫০), আত্তাব শেখ(৬৫), মো. জাকির মোল্যা(৪৫), সাবিনা ইয়াসমিন(৩০)সহ অজ্ঞাতনামা আরও অনেকে। এ বিষয়ে আহত মুক্তিযোদ্ধা জাফর মোল্যা বলেন, তারা আমার সাথে পূর্ব হতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ করে আসছিল। ঐ বিরোধের জের ধরে আমার উপর হামলা চালায় ও বাড়িঘর ভাংচুর করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। জানতে চাইলে আলফাডাঙ্গা থানার এস আই মো. সাহেব আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান বলেন,মুক্তিযোদ্ধা মো. জাফর মোল্যার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে হামলার বিচার চান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন