বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

‘বাংলাদেশ ২০২১ সালের মধ্যেই উন্নত বিশ্বের দ্বার প্রান্তে গিয়ে পৌছাবে’ ...আব্দুর রহমান এমপি

সংসদ সদস্য মো. আব্দুর রহমান এমপি
মো. মুজাহিদুল ইসলাম নাঈম ঃ দেশরতœ  শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যেম আয়ের দেশে শুধু না, উন্নত বিশ্বের দ্বার প্রান্তে গিয়ে পৌছাবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান এমপি।
গত বুধবার (০৭-০৯-১৬) আলফাডাঙ্গা সরকারী ডিগ্রী কলেজে আয়োজিত ‘নবীন বরণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি।
যুদ্ধপরাধীদের ফাসি কার্যকর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যুদ্ধপরাধীদের ফাসি কার্যকর করে এ দেশের ১৬ কোটি মানুষের সপ্ন পুরণ করেছেন। তাই আমি তাকে অভিনন্দন জানাই।
মো. আব্দুর রহমান জঙ্গিবাদ সম্পর্কে বলেন, আমরা যারা এই বাংলাদেশের নাগরিক আমরা চাই উন্নয়ন। আমাদের দেশ স্বাধীনতার লক্ষ পতাকা বুকে ধারণ করে আমরা কেবলই সামনের দিকে এগোতে চাই। আমরা পিছনের দিকে ফিরে তাকাতে চাই না এবং চাইনা বলেই আজকে জঙ্গিবাদকে ঘৃণা করি। জঙ্গিবাদকে আমরা না বলব। সরকার জঙ্গিবাদ মোকাবেলায় পরিকল্পিতভাবে এগোচ্ছে। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে। তাই জঙ্গিবাদ প্রতিরোধে গড়ে তুলে জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে ।
আলফাডাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মু. খায়রুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নূরুল বাশার মিয়া,  সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, টগরবন্দ ইউপি চেয়ারম্যান শিপন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম রোজী, যুবলীগের মহিলা নেত্রী বিউটি বেগম, ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস ও মো. মাহিদুল হক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন