শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

শিক্ষক পিটালেন বৃদ্ধাকে

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইছ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে লাবনী খানম নামে এক স্কুল শিক্ষকে বিরুদ্ধে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।   বৃদ্ধা ঐ গ্রামের আ. ছালাম শেখ এর স্ত্রী রেখা বেগম। আহত বৃদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত বৃদ্ধার স্বামী আ. ছালাম শেখ।
অভিযোগ সূত্রে জানা যায়, আ. ছালাম শেখ এর সাথে ৪৮ নং কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. লাবনী খানম জমিজমা নিয়ে বিরোধ  করে আসছিল। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা বিগত অনুমান ১৫দিন আগে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যেমে আপোষ মিমাংসা করে দেন। কিন্তু শিক্ষক লাবনী খানম এতে সন্তুষ্ট না হয়ে গত  মঙ্গলবার (৬.৯.১৬) বিকালে ঐ বৃদ্ধার নিজ বসত ঘরে প্রবেশ করে চুলের মুঠি ধরে ঘরের মেঝেতে ফেলে এলোপাতাড়ি কিলঘুসি ও লাথি মেরে ডান কান, ঘাড় ও ডান পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আহত বৃদ্ধা রেখা বেগমকে  স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত বৃদ্ধা রেখা বেগমের স্বামী আ. ছালাম শেখ জানান, আমার সঙ্গে জমি নিয়ে তাদের অনেক আগে থেকেই বিরোধ চলছিল। কিন্তু বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা আপোশ মিমাংসা করে দিয়েছেন। তারপরেও আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীকে নির্যাতন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
জানতে চাইলে শিক্ষক মোসা. লাবনী খানম বলেন, জমিজমার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, আমার অনুরোধে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা  ঐ বিষয়ে কিছু দিন আগে তাদের  আপোশ মিমাংসা করে দিয়েছেন।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, এ ব্যাপারে আমি একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন