মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রবি/২০১৬-১৭ ও খরিপ-১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার  বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩শত ৫০জন চাষীদের প্রত্যেকের মঝে ১ কেজি ‘বারি সরিষা-১৪’ বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ করেন, ডিএই ফরিদপুর জেলা প্রশিক্ষণ অফিসার গোপাল চন্দ্র দাস, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদ, উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. এ কে এম আসজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাফরোজা আক্তার প্রমূখ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন