সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

সবাই মিলে আলফাডাঙ্গাকে মডেল উপজেলা গড়ে তুলতে হবে ---জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া

বিশেষ প্রতিনিধি ঃ সবাই মিলে আলফাডাঙ্গা কে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা , জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীজন সহ উপস্থিত সকলকে যায় যায় দায়িত্ব পালনে আহবান করেন, সবাই মিলে জনগনকে সঠিক সেবা প্রদান নিশ্চিত করতে বলেন এবং অনুরোধ করেন আসুন সেবা দিয়েই আলফাডাঙ্গাকে বদলে দেই। আজ ২৩ জানুয়ারী সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হল রুমে ইনোভিশন কার্যক্রম, আইন-শৃঙ্খলা ও উন্নয়নমূলক আলোচনা সভায় ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এ সব কথা বলেন। সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের তিনি আরও বলেন, ডিজিটাল যুগে ফাকি দেওয়ার কোন সুযোগ নেই, সরকারের দেওয়া কাজকে সেবা হিসাবে জনগনের দারপ্রান্তে পৌছে দিতে হবে। তিনি শিক্ষকদের প্রতি সঠিক শিক্ষা প্রদান করতে আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) রওশন আরা পলি সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহম্মেদ ও থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান । এ সময় অন্যান্য’দের মধ্যে বক্তব্যদেন বোয়ালমারী সহকারী কমিশনার(ভূমি) নাইমা আফরোজ ইমা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান ,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শেখ দেলোয়ার হোসেন,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ৬টি ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সূধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন