শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

শেখ হাসিনা যতদিন আছে ততদিন আমি তার সাথে থাকবো ---যুগ্ম সম্পাদক আব্দুর রহমান


বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরতœ জননেত্রী শেখ হাসিনা যতদিন আছে আমি ততদিন তার সাথে থাকবো। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এখন ডিজিটালের দেশ হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। এ দেশ এখন সব দিকে সয়ংসম্পূর্ন্ন। গত শুক্রবার ২০ জানুয়ারী সন্ধার পরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাংবাদিকরা কোন দলের নয়, তারা এ দেশের জন্য কাজ করে। তাদের নিরপেক্ষ লিখনী দিয়ে দেশ ও জাতিকে সঠিক তথ্য তুলে ধরে। তারাও এ দেশের নাগরিক। আমি তাদের সব সময় পাশে থাকবো।
মতবিনিময় সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তিনি। এ সময় মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রিজাইল ইসলাম বকু,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সাধারন সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু,অর্থ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন ,সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম,প্রচার সম্পাদক হারান মিত্র, সমাজ কল্যান সম্পাদক মিয়া মো. মুরাদ হোসেন, কার্যকরী সদস্য এস.এম কোবাদ হোসেন, মো. বাশারুল বারী, তৈয়বুর রহমান কিশোর, মো. ইকবাল হোসেন প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন