বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

সেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে আলফাডাঙ্গায় সন্ত্রাসী বাহিনীর হামলায় সাংবাদিক গুরুত্বর আহত! প্রেসক্লাব দখলের চেষ্টা

প্রতিনিধি,আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুত্ব আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দিনকালের আলফাডাঙ্গা প্রতিনিধি মো. শাহারিয়ার হোসেন। এ সময় এক দল সন্ত্রাসী বাহিনী প্রেসক্লাব দখল করার চেষ্টা করে।
সরেজমিনে জানা যায়,আজ বৃহস্পতিবার ১৯ জানুয়ারী বিকাল ৪টার সময় উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ প্রেসক্লাবে বসে সংবাদ পাঠানো কাজে নিয়জিত থাকেন। এ সময় উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের নেতৃীত্বে সন্ত্রাসী বাহিনীর প্রধান আন্তজেলা জেলা ডাকাত দলের সরদার বিভিন্ন জেলার  একাধীক উপজেলার মামলার আসামী মিজান ডাকাত,বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন সেচ্ছা সেবক লীগের সভাপতি কামরুল হক ভূইয়া সহ ১৫/১৬ জনের একটি বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রেসক্লাব দখল নেওয়ার চেষ্টা করে এবং প্রেসক্লাবের মালামাল ভাংচুর করার চেষ্টা কালে প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম,সাধারন সম্পাদক আলমগীর কবির,কোষাধ্যক্ষ মো. শাহারিয়ার হোসেন,প্রচার সম্পাদক হারান মিত্র সহ অন্যান্য সাংবাদিকরা বাধাদিলে উক্ত সন্ত্রাসী বাহিনীরা হামলা চালালে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দিনকালের আলফাডাঙ্গা প্রতিনিধি মো. শাহারিয়ার হোসেন গুরুত্ব আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে প্রেসক্লাবের সভাপতি থানার মোবাইল নম্বরে(০১৭১৩৩৭৩৫৫৯) ফোন করে ওসি’র সঙ্গে কথা বললেও তাৎক্ষনিক ঘটনাস্থালে পুলিশ পাঠান নাই এবং এ ব্যাপারে তিনি কোন ব্যবস্থা গ্রহন করেন নাই।
এ বিষয় তাৎক্ষনিক ভাবে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক জররী প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা যানো হয় এবং শুক্রবার সকাল ১১ টায় বাজার চৌরাস্তায় উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে এক মানব বন্ধন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
খবর পেয়ে ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল,কাশিয়ানী,বোয়ালমারী,মধুখালী,সালথা,নগরকান্দা,ভাঙ্গা,সদরপুর,চরভদ্রসন,লোহাগড়া, প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন