বিশেষ প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলাধীন মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন আজ ১৮ জানুয়ারী বুধবার সুন্দর পরিবেশে সম্পূন্ন হয়েছে। সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। এ নির্বাচনে পুরুষ সদস্য পদে ৭জন ও মহিলা সদস্য পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ২৯০ জন ভোটারে মধ্যে ২৮০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে বিজয়ী হয়েছেন,মো. রবিউল শেখ পেয়েছে ১৭৫ ভোট,জামাল শেখ ১৬৯ ভোট,সিরাজুল ইসলাম খান ১২৮ ভোট,মফিজুল ইসলাম রেন্টু পেয়েছেন ১২৬ ভোট। অপর দিকে মহিলা সদস্য পদে কুলসুম বেগম পেয়েছেন ১৬৫ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুকুমনি পেয়েছেন ৮৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. মাহাফুজা বেগম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন