সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে  আজ  সোমবার (৯-১-১৭) দুপুর ২টায় তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুভ উদ্বোধন করা হয়। এ সময় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে মাননীয় প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রজেক্টর এর মাধ্যমে হাজার হাজার দর্শকের উপস্থিত্বিতে দেখানো হয়। মেলায় বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড এবং বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে উপজেলা চত্ত্বরে প্রশাসনের বিভিন্ন দপ্তর , শিক্ষা ও বেসরকারী প্রতিষ্ঠানের মোট ৪০টি স্টল করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়া,মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান আহাদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. সাইফুর রহমান,জেলা পরিষদের মহিলা সদস্য মোসা. বিউটি বেগম, যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন ,আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক মো. সেকেন্দার আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানে প্রধান,সরকারী দপ্তরের প্রধান,শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, রাজনৈতিক নেতা কর্মি, সুশিল সমাজ এবং সাংবাদিক বৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন