শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

কাজী আমেনা ওয়াহেদ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মো. মুজাহিদুল ইসলাম নাঈম, স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মরহুম কাজী আমেনা ওয়াহেদ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার  বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাশীর উদ্যোগে শিরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে  এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মরহুম কাজী আমেনা ওয়াহেদ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল  ইসলামের মাতা। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কাজী হারুন-অর- রশীদ ।
 অনুষ্ঠানে টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মো. আলমগীর মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, উপজেলা কৃষক লীগ নেতা কাজী আব্দুল্লা। 

উদ্বোধনী খেলায় মোহাম্মাদপুর একাদশ বনাম কাশিয়ানী উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।  

খেলা পরিচালনা করেন কাজী আবুল খায়ের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন