বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

সন্ত্রাসী হামলা মামলার তিন আসামী কারাগারে

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি-জমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর ও পরিবারের লোকজনকে মারপিঠ করে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বুধবার ওই মামলার আসামী মোঃ ইস্রাফিল মোল্যা(৪০), মোস্তাক শেখ(২০), ইসমাইল মোল্যা(২০) ফরিদপুর ৩নং আমলী আদালতে (আলফাডাঙ্গা) হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত মামলাটির শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টাবনি কঠুরাকান্দি গ্রামের সিরাজ শরীফ গং এর উপর জমি-জমার বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর ও পরিবারের লোকজনকে মারপিঠ করে গুরুতর আহত করে একই গ্রামের ইউনুস বাহিনী ও উক্ত আসামীগণ।

এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা হয়। মামলা নং-৪৮, তাং-১৪.০৭.২০১৬ইং ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন