মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ গণমাধ্যমই পারে যে কোনো সংকট উত্তোরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে।
বর্তমানে দেশে যে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা- চলছে- তা প্রতিরোধে গণমাধ্যমকে
অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
রবিবার সকাল ১০টায় রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
গুলশান, শোলাকিয়া এবং কল্যাণপুরের ঘটনা উল্লেখ করে বক্তারা বলেন, গণমাধ্যমের কারণেই খুব অল্প সময়ে এসব বড় বড় ঘটনা সামাল দিতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী দিনেও গণমাধ্যমকে সকল সংকট উত্তোরণে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনর আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।
আরজেএফ চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুুল।
উপস্থিত ছিলেন সাপ্তাহিক নয়া পদক্ষেপ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইনসুর আলী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরুল আলম সুরুজ, বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এস.এম মোর্শেদ, আরজেএফ-এর সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলম শেখ, ঢাকা মহানগর আরজেএফ-এর কার্যকরী সভাপতি নার্গিস কবির নিন্ডা, মাই টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মানিক লাল ঘোষ, জুরাইন প্রেসক্লাবের সভাপতি সোহেল আহমেদ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন