সংবাদদাতা, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় “শিশুকে মায়ের দুধ খাওযানো টেকসই উন্নয়নের চাবিকাটি” এ প্রতিবাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদগ্ধ সপÍাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে ও ডা. সৈয়দ তোহাদ্দেছুল ইসলাম (সুমন) এর পরিচালনায় বক্তব্য দেন, ভেটেরিনারি সার্জন ডা. মীর কাওছার হোসেন, ডা. নাজমুল হাসান, ডা. আ. রউফ দোলন, ডা. পূর্ণ দাস, সেবিকা হালিমা খাতুন, মিজানুর রহমান, বিশ্বজিৎপ প্রমূখ।
এসময় সাংবাদিক, নারীনেত্রী, এনজিও প্রতিনিধি, সরকারী কর্মকর্তা/কর্মচারী এবং সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন