সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সূর্যাস্তের আগে নামানো হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি  উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে কিরাত, হামদ-নাথ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নুরুল বাশার মিয়া, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম রজী, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকাটাইমসের প্রতিনিধি  মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ।
এসময়  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দ্নি মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপিস্থিত ছিলেন
এছাড়া আলফাডাঙ্গা সরকারী কলেজ , আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলাধীন গোপালপুর ইউনিয়ন আ’লীগ, গোপালপুর বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়, ধুলজুড়ি  উচ্চ বিদ্যালয়, শহীদ জাফর জাগরনী ক্লাব, পাচুড়িয়া ইউনিয়ন আ’লীগ, পাচুড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মো . মঞ্জুুরুল ইসলাম এর নেতৃত্বে বাশতলা বাজারে,  পাচুড়িয়া ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমানের নেতৃত্বে বেড়িরহাট বাজারে পৃথক পৃথক ভাবে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, র‌্যালি ও মিলাদ মাহফিল এর আয়োজন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন