সংবাদদাতা, আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি জমার বিরোধ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার বুড়াইছ ইউনিয়নের ফলিয়া গ্রামে হাল ১ হাজার ৫৪ নং দাগের ২২ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ আব্দুল ছামাদ মোল্যা গং বসত ঘর বাড়ি করে ভোগ দোখল করে আসিতেছিল। গত ৩০ জুলাই সকালে ছামাদ গং তার জমিতে থাকা বাশ কাটলে পার্শ্ববর্তী বাড়ি আলাউদ্দিন মোল্যা গং দেশীও অস্ত্র লাঠি শোঠা নিয়ে ছামাদ গং এর উপর হামলা চালায়। হামলায় উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহত আব্দুল সামাদ মোল্যা (৫৫), টিটু মোল্যা (২৫), আসলাম মোল্যা (২৫) কে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত টিটু মোল্যার অবস্থা আসংক্ষাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে ছামাদ মোল্যার স্ত্রী আলেয়া বেগম বাদি হয়ে আলাউদ্দিন মোল্যা(৫০), কামাল মোল্যা(৪৫), আসলাম মোল্যা(২৫), রশীদ মোল্যা (১৮) সহ ৭ জনের নামে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন।
জানা যায়, উপজেলার বুড়াইছ ইউনিয়নের ফলিয়া গ্রামে হাল ১ হাজার ৫৪ নং দাগের ২২ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ আব্দুল ছামাদ মোল্যা গং বসত ঘর বাড়ি করে ভোগ দোখল করে আসিতেছিল। গত ৩০ জুলাই সকালে ছামাদ গং তার জমিতে থাকা বাশ কাটলে পার্শ্ববর্তী বাড়ি আলাউদ্দিন মোল্যা গং দেশীও অস্ত্র লাঠি শোঠা নিয়ে ছামাদ গং এর উপর হামলা চালায়। হামলায় উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহত আব্দুল সামাদ মোল্যা (৫৫), টিটু মোল্যা (২৫), আসলাম মোল্যা (২৫) কে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত টিটু মোল্যার অবস্থা আসংক্ষাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে ছামাদ মোল্যার স্ত্রী আলেয়া বেগম বাদি হয়ে আলাউদ্দিন মোল্যা(৫০), কামাল মোল্যা(৪৫), আসলাম মোল্যা(২৫), রশীদ মোল্যা (১৮) সহ ৭ জনের নামে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন