বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

আলফাডাঙ্গা সরকারি কলেজে স্বেচ্ছায় রক্তদান

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে সন্ধানী ডোনার ক্লাব।
বুধবার সকাল ১০টায় সন্ধানী ডোনার ক্লাব ফরিদপুরের আয়োজনে এই কর্মসূচিতে ৬৪ শিক্ষার্থী স্বেচ্ছায় রক্ত দেন। কর্মসূচি চলে দুপুর দুইটা পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকাটাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম , সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুরের সহ-সাধারণ সম্পাদক মো. আরমান শেখ, সাংগঠনিক সম্পাদক মো. রোকন মাহমুদ, অর্থ সম্পাদক কাজী ইমরুল হোসাইন, প্রচার সম্পাদক সম্রাট মুন্সী, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান সম্পাদক ফখরুন নাহার পলি, সাধারণ সদস্য সৈয়দ ওয়াসিম আকরাম রিয়াদ, আবু সাইদ, তরিকুল ইসলাম, তৌকির আহমেদ, মো. রবিউল ইসলাম, রিয়াদুজ্জামান রিয়াদ, কাব্য, শ্যালমী, দিনা পারভীন, সাবিনা, সোহানা আফরিন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন