মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

আদর্শ ডিগ্রী কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে সন্ধানী ডোনার ক্লাব।

মঙ্গলবার সকাল ১০টায় সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুরের আয়োজনে এ রক্তদান কর্মসূচিতে ২০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত।

এসময় আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকাটাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম,  সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুরের সহ-সাধারণ সম্পাদক মো. আরমান শেখ, কার্যকরী পরিষদের সদস্য আশিকুজ্জামান রুপম, সদস্য সৈয়দ ওয়াসিম আকরাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রোমান মাহমুদ, অর্থ সম্পাদক কাজী ইমরুল হোসাইন, স্বেচ্ছায় রক্তদান ও মরোনত্তর চক্ষুদান সম্পাদক পলি, সোহানা, রোকসানা, দিনা, শ্যালমী, আবু সাইদ, তরিকুল, রিয়াদুজ্জামান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন