স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজে ‘রক্ত দিন, জীবন বাঁচান’
প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে সন্ধানী
ডোনার ক্লাব।
মঙ্গলবার সকাল ১০টায় সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুরের আয়োজনে এ রক্তদান কর্মসূচিতে ২০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত।
এসময় আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকাটাইমসের প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম, সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুরের সহ-সাধারণ সম্পাদক মো. আরমান শেখ, কার্যকরী পরিষদের সদস্য আশিকুজ্জামান রুপম, সদস্য সৈয়দ ওয়াসিম আকরাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রোমান মাহমুদ, অর্থ সম্পাদক কাজী ইমরুল হোসাইন, স্বেচ্ছায় রক্তদান ও মরোনত্তর চক্ষুদান সম্পাদক পলি, সোহানা, রোকসানা, দিনা, শ্যালমী, আবু সাইদ, তরিকুল, রিয়াদুজ্জামান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন