বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

জনতার হাতে পরকিয়া প্রেমিক যুগল আটক

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সৌদি প্রবাশী মো. সুবান মোল্যার  ২য় স্ত্রী মেঘনা বেগম(২০) মুজাহিদ নামের  এক যুবকের সাথে রাত কটানো অবস্থায় জনতার হাতে ধরা পরার কথা জানা গেছে।
 
বৃহস্পতিবার উপজেলার বুড়াইছ ইউনিয়নের ফলিয়া গ্রামে গভীর রাতে মেঘনা বেগমের ঘরে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে যানা যায়, মেঘনা বেগম এর স্বামী মো. সুবান মোল্যা সৌদি থাকার সূবাদে একই  গ্রামের মো. খকন মৃধার ছেলে মুজাহিদ মৃধার সাথে মোবাইল ফোনের মাধ্যমে মেঘনা বেগম এর র্দীঘদিন যাবত পরকিয়া প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। মুজাহিদ ও মেগনা বেগমের বাড়ি পাশাপাশি হওয়ায় প্রাই মুজাহিদ মেগনা বেগমের  ঘরে আসা যাওয়া করত। এমতবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে মুজাহিদ মেঘনা বেগমের ঘরে প্রবেশ করলে পাশের বাড়ির লোকজন টের পেয়ে বাহির দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। পরে স্থানীয় ওয়ার্ড সদস্য মো. ফিরোজ আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তি গিয়ে তাদেরকে আটক করে। এসময় মুজাহিদ সুযোগ পেয়ে ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ওয়ার্ড সদস্য মো. ফিরোজ আহমেদ জানান, আমি প্রথমে ঘটনা স্থল থেকে ছেলে-মেয়েকে উদ্ধার করি। কিন্তু ছেলে ঘটনা স্থল থেকে সুযোগ পেয়ে পালিয়ে যায়। মেয়ে বর্তমানে আমার হেফাজতে আছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের এস আই মো. কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন