রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

বাংলার মাটি থেকে জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে...আব্দুর রহমান এমপি

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ বাংলার মাটি থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের শিকড় তুলে ফেলা হবে বলে মন্তব্য করেছেন  ফরিদপুর-১ আসনের সাংসদ ও আ.লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর রহমান। তিনি বলেছেন, আলফাডাঙ্গা আ’লীগের ঘাঁটি, নিরাপদ জায়গা। তবে নিরাপদ জায়গা হিসেবে জঙ্গিরা এখানে ঘাঁটি বানতে পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

রবিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর বাজার চৌরাস্তায় র‌্যালি শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এমপি মো. আব্দুর রহমান বলেন, জঙ্গি হিসেবে কাউকে সন্দেহ হলে তৎক্ষণাৎ থানায় জানাতে হবে। ঘরে ঘরে জঙ্গিবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে। হাজার হাজার শিক্ষার্থীসহ মানুষের ঢল দেখে তিনি মুগ্ধ হয়ে আ’লীগের এই নেতা বলেন, ‘এ সমাবেশ প্রমাণ করে আলফাডাঙ্গার মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না।’

র‌্যালিটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে বাজার চৌরাস্তায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশে ছিলেন- আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ’লীগ নেতা মো. সেকেন্দার আলম শেখ প্রমুখ।

র‌্যালি ও সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আ’লীগ ও আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন