|
আহতদের হাতে ফল তুলে দেন |
আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে বেলবানায় অবস্থিত এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালিন সময় প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড পাঁকা ভবন ধ্বসে প্রায় অর্ধশত আহত ও রুবেল নামে একজন নিহত হন। আহতদের পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিলেন ফরিদপুর -১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। আজ সোমবার বিকালে কাজী সিরাজের পক্ষ থেকে আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা উপজেলা হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের সার্বিক খোজ খবর নেন। এ সময় আহতদের হাতে বিভিন্ন প্রকারের ফল ও কিছু নগদ টাকা তুলে দেন। এতে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুস খান,সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর-রশিদ,উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মো. নজীর মিয়া ও শেখ দেলোয়ার হোসেন,উপজেলা কৃষকলীগ নেতা কাজী আব্দুল্লাহ , আজিজুর রহমান দুলাল প্রমূখ।
উল্লেখ্য, শুক্রবার বিকালে রায়হান মাস্টার ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বানা ফুটবল একাদশ ও লোহাগড়া ফুটবল একাদশ ফাইনাল খেলা চলাকালিন সময় খেলা দেখার জন্য দর্শকরা উক্ত বিদ্যালয় টিনসেড ভবনের টিনের ছাদে উঠে বসলে ভবনের টিনের চালা সহ দেওয়াল ধ্বসে পড়ে এ ঘটনা ঘটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন