সোমবার, ২২ আগস্ট, ২০১৬

আরিফুর এর সন্ধান চাই

আরিফুর
আরিফুরের সন্ধান চায় তার পিতা ও মাতা। গত শুক্রবার ১৯ আগষ্ট দুপুরে তার নিজ বাড়ি থেকে বের হয়ে আজ পযর্ন্ত আর বাড়ি ফেরে নাই। সে বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ে ৮ম শেনীতে পড়া লেখা করে। তার বর্তমান বয়াস ১৩ বছর। তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে বেলবানা গ্রামে। তার পিতার নাম মো. মনিরুল ফকির। যদি কোন ব্যাক্তি তার সন্ধান পান তাহলে নিকটতম থানায় অথবা এ (০১৭১৯৫৮৭২৬২) মোবাইল নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন