প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়েছে। গত রবিবার (১৮-০৯-১৬) দুপুর ১টার দিকে উপজেলাধীন আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। আহতদের আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, জাটিগ্রাম বাজারে শাহাদতের চায়ের দোকানে মোহাম্মাদ শরীফ (৫০) ও জাহাঙ্গীর শরীফ(৩০) চা পান করার জন্য যায়। এসময় প্রতিপক্ষ আব্দুর রাজ্জাকের লোকজন দোকানের মধ্যে গিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র লাঠিশোটা ও ইট-পাটকেল নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলায় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মাদ শরীফ ও মিতুল(২০) কে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করীম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থল থেকে সন্দেহে ৫ জনকে আটক করে তাদেরকে ১৫১ দ্বারায় ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন