বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সদ্য যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান গত ৫ অক্টোবর সোমবার স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপজেল পরিষদ হলরুমে ইউএনও মু.খায়রুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, ইউপি চেয়ারম্যান শরীফ নজরুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি গাজী সামচুজ্জামান খোকন, ব্যবসায়ী শ্যামল সাহা ও সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন