বিপ্লব কুমার দাস(শাওন):-
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে বুধবার রাতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইলিশ মাছ ধরার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ইলিশ মাছ ধরার দায়ে অভিযুক্ত জেলে রব বেপারী, হিরু ফকির, ও মালেক ফকির নামে ৩ জেলেকে মৎস্য সংরক্ষণ ২০০৫ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য অধিদপ্তর সুত্রে জানা যায়, ইলিশের প্রজনণ বৃদ্দির জন্য গত ২ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ ধরা, ক্রয় বিক্রয় ও বহন নিষিদ্ধ করেছে সরকার।
আদেশ অমান্য করে জেলেদের ইলিশ শিকারের সংবাদ পেয়ে সদরপুর এসিল্যান্ড মো সরোয়ার হোসেনের নেতৃত্বে গত ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে পদ্মা-আড়িয়াল খাঁ নদীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে দেড় হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা সজীব সাহা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এইচ এম জাকির হোসেন, সহকারি মস্য কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ। জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন