বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

ভাঙ্গায় ৮৫ মন্ডপে শারদীয় দূর্গোৎসব



সংবাদদাতা, ভাঙ্গা ঃ
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার দিন ঘনিয়ে আসায় প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ হয়ে আসছে। অধিকাংশ পূজাম-পে চলছে এখন প্রতিমা সাজসজ্জার পালা।
ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্ম অধ্যুষিত এলাকায় এখন সাজসাজ রব।
এবার এ উপজেলায় পৌরসদরসহ ১২টি ইউনিয়নে ব্যক্তিগত ও সর্বজনীন মিলিয়ে মোট ৮৫টি মন্দিরসমূহে দুর্গোৎসব পালিত হবে।
ম-পসমূহে নির্বিঘেœ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন স্ব-স্ব মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ইতোমধ্যেই বেশ কয়েক দফা বৈঠক সম্পন্ন করেছেন।
এছাড়া কঠোর নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মন্দির প্রাঙ্গণে পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন