বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

যুদ্ধাপরাধী সাকা ও মুজাহিদের মৃত্যুদন্ড দ্রুত কার্যকর করার দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ





আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী(সাকা) ও জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আমীর আহসান মোহাম্মদ মুজাহিদ এর মৃত্যুদন্ড দ্রুত কার্যকর করার দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যলায় সামনে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও সুধী জন সমাবেশে উপস্থিত হয়। পরে উপজেলা চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর বাজার চৌরাস্তায় শেষ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা মাস্টার জালাল উদ্দিন,আবু বকর সিদ্দিক,অলিয়ার রহমান,মো. সিদ্দিক মোল্যা প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন