আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী সংস্থা জনসেবা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও জনসেবা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিঃ এর পরিচালক আলীমুজ্জামান আলীম নিজ নামের একাউন্ট ব্যাংকের চেক প্রতারণা করে টাকা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ২৭ অক্টোবর আলফাডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত অভিযোগ করে ভূক্তভোগী আলফাডাঙ্গা সদর বাজারের এক ব্যবসায়ী আবু নাছির মিয়া। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলাধীন বানা ইউনিয়নের কটুরকান্দী গ্রামের অলিয়ার রহমান মিয়ার পুত্র আবু নাছির মিয়ার নিকট হইতে জনসেবা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও জনসেবা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিঃ এর পরিচালক পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মসলেম উদ্দীন ওরফে টেপু মোল্যার পুত্র মোঃ আলিমুজ্জামান আলীম জরুরী টাকার প্রয়োজনে
গত ১৫/১২/২০১৩ইং তারিখে নাছিরের নিকট হইতে নগদ ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা ধার নেয়। উক্ত টাকা পরিশোধের নিমিত্তে আলীম সোনালী ব্যাংক, বোয়ালমারী শাখার হিসাব নং ৩৪০৪০৬০৭ এর চেক নং ৮৩০২৬৬০ তে ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকার চেক স্বাক্ষর করে নাছিরকে প্রদান করে। আলীমের একাউন্টে টাকা না থাকায় গত ১৮/১২/২০১৩ইং তারিখে ব্যাংক চেকটি ডিজানার করে। নাছির ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে ঝ/ঈ ৩০৮/১৫ নং মামলা দায়ের করেন। উক্ত মামলা হতে অবৈধ ভাবে মুক্তি পাওয়ার জন্য আলীম নিজ নামের ব্যাংক একাউন্টের কয়েকটি চেক আবু নাছের নাম ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করে মামলা বাদী আবু নাছির মিয়াকে ফাসানোর চেষ্টা করছেন বলে সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে আলীমকে মুঠো ফোনে (০১৮৬১৩০৩৩৭৩) বারবার চেষ্টা করে পাওয়া যায় নাই।
উল্লেখ্য, আলিম এবং তার স্ত্রী উক্ত সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ শিউলী আক্তার আলফাডাঙ্গা, বোয়ালমারী, কাশিয়ানী উপজেলায় শাখা অফিস খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে শত শত গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন