মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ২৯ অক্টোবর বৃহঃবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে ও ব্রাক ওয়াশ কর্মসূচী’র সহযোগিতায় “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ উদ্যাপন উপলক্ষ্যে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কুদ্দুস খান, ব্রাক ওয়াশ কর্মসূচী’র ম্যানেজার জুলেখা খাতুন, কর্মসূচী সংগঠক গোলাম আকবর ও মনিরুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, উপজেলা সদর কয়েকটি স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন