বিপ্লব কুমার দাস (শাওন) ঃ
চলছে শরৎ প্রহর। পঞ্জিকার হিসাবে প্রায় অন্তিমে এই শরৎ শোভা। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোটনদীতে লিখেছিলেন, দুইধারে কাশবন ফুলে ফুলে সাদা সেই কাশবন আর পাগলকরা জোৎ¯œা আজ আমাদের ব্যস্তজীবনে তেমন ছন্দ আর সুর তোলেনা।
এই নগর জীবনের মনজগতে হয়ত তা অপ্রকাশিতই থেকে যায়। তাই বলে কি আমরা প্রাকৃতিক শোভাকে অবহেলা করতে পারি? না কক্ষোনোই না। আমাদের রক্তে আর ঐতিহ্যে মিশে আছে প্রকৃতি বন্ধনা।
প্রকৃতি আমাদের বিনোদনের জন্য নিজেকে বিভিন্ন ঋতুতে ভিন্ন সাজে হাজির হয়। বর্ষায় যেমন বাঁধভাঙ্গা জলে আমাদের ফসলি মাঠ ঘরবাড়ি সব উড়িয়ে ডুবিয়ে নিতে চায় তেমনি শরৎ এসে আমাদের সে হতাশা কে কাটিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখায়।
মধ্যযুগের কবিরা তাই গেয়েছেন ‘এ ভরা ভাদরও মাহে ভাদর শূন্য মন্দির মম’। শরৎকালের প্রথম মাসই তো হচ্ছে এই ভাদর বা ভাদ্র। আজকে আমরা আমাদের পাঠকদের কে শরতশোভায় অবগাহন করাতে চায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন