আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য,ফরিদপুরÑ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা শাহ মোঃ আবু জাফর বলেন, অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশের আলেম ওলামা ও সাধারন মানুষকে জালিমের হাত থেকে রক্ষা করতে হবে। বর্তমান সম্মেলনে নতুন নেত্রীত্বে যারা আসবে তাদের প্রথম কাজ হাসিনা সরকারের পতন ঘটানো। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। গত ১৬ অক্টোবর শুক্রবার উপজেলার সদরে আঃ ওহাব মিয়ার বাড়ী সংলগ্ন মাঠে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।তিনি আরও বলেন, দশেে জঙ্গীবাদরে কোন অস্তত্বি নইে। অনর্বিাচতি,অবধৈ হাসনিা সরকার কাল্পনকি জঙ্গীবাদরে জগিরি তুলে দশেরে ইসলামী শক্তকিে ধ্বংসরে পায়তারা করছ।ে বি এন পরি বরিুদ্ধে ভূয়া জঙ্গী আতাতরে অপ প্রচার চালয়িে বশ্বি দরবারে দলটরি ভাবর্মূতী নষ্টরে অপচষ্টো চালাচ্ছ।ে এই কাল্পনকি জঙ্গীবাদরে ভূতই এক সময় বাস্তবে শখে হাসনিার জীবনে কাল হয়ে দারাব।ে
উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সহÑসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাঃ সম্পাদক এ্যাডঃ মোদাররেস আলী ইছা,সাংগঠনিক সম্পাদক মোঃ রশিদুল ইসলাম লিটন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জুলফিকার হোসেন জুয়েল। উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক নুর জামাল খরসুর পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির উপদেষ্টা শেখ আব্দুস সালাম, সহ-সভাপতি মোঃ রওশন আলম, সাঃ সম্পাদক মিয়া মোঃ আকরামুজ্জামান,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল মান্নান,যুবদল সভাপতি মোঃ মুনিরুজ্জামান মনির,ছাত্রদল সভাপতি ফারুক হোসেন কাজল ও সাঃ সম্পাদক হেমায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব হাফেজ গোলাম মহিউদ্দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন