সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

আলফাডাঙ্গায় শেখ রাসেল এর ৫১তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন পালন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ।
গত ১৮ অক্টোবর রবিবার সন্ধায় উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কটেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম তৌকির আহমেদ ডালিম এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাসার মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক খান নওশের আলী, বুড়াইচ ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ছাত্রনেতা মো. শাহিদুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন