আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ দির্ঘদিন যাবত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিক্ষক সমিতির কোন নির্বাচন না হওয়ায় নির্বাচনী মাঠ একেবারেই ঠান্ডা হয়ে গেছে। নির্বাচনী মাঠ সরগরম করতে আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন আসন্ন হয়ায় নির্বাচনী মাঠ আবার উত্তাপ্ত হতে শুরু করেছে। এ নির্বাচন ও জাতীয় ও স্থানীয় নির্বাচনের ন্যায় সাধারণ জনগণের মধ্যে প্রভাব ফেলেছে। যদিও আম জনতা এ নির্বাচনে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারেনা তবু ও প্রতিটি গ্রাম-মহল্লার ছাত্র-অভিভাবক গন তাদের কাঙ্খিত শিক্ষককে বিজয়ী দেখতে চান। ফলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির এ নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লা,হাট-বাজার,চৌরাস্তা মোড় এমনকি চায়ের দোকানে জমে উঠেছে আলোচনার ঝড়। আগামী ১৬ অক্টোবর শুক্রবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন-২০১৫ ইং কে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারনা এখন তুঙ্গে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিস সূত্রে জানা যায়, দুই প্যানেলে ৩৫ জন করে প্রার্থী ৩৫ টি পদে প্রতিদ্বন্দিতা করবে। প্যানেল-১এ রয়েছেন শিহাব-টিটো এবং প্যানেল-২এ রয়েছেন আজিজ-সিফয়েত। শিহাব-টিটো নতুন মূখ হওয়ায় সমিতির সদস্যরা তাদের প্যানেলকে বিজয়ী করবেন বলে আশাবাদী।এ দিকে আজিজ-সিফায়েত দির্ঘদিন সদস্যদের বিভিন্ন প্রকার সেবা দিয়ে আসছেন এতে জয়ের ব্যাপরে তারা ও শতভাগ আশাবাদি। তবে কোন প্যানেলকে মননিত করবেন ৩১২জন ভোটার সে জন্য আরো ২দিন অপেক্ষা করতে হবে। নির্বাচন পরিচালনা করবেন মধুখালী উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
আলফাডাঙ্গায় জমে উঠেছে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন
আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ দির্ঘদিন যাবত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিক্ষক সমিতির কোন নির্বাচন না হওয়ায় নির্বাচনী মাঠ একেবারেই ঠান্ডা হয়ে গেছে। নির্বাচনী মাঠ সরগরম করতে আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন আসন্ন হয়ায় নির্বাচনী মাঠ আবার উত্তাপ্ত হতে শুরু করেছে। এ নির্বাচন ও জাতীয় ও স্থানীয় নির্বাচনের ন্যায় সাধারণ জনগণের মধ্যে প্রভাব ফেলেছে। যদিও আম জনতা এ নির্বাচনে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারেনা তবু ও প্রতিটি গ্রাম-মহল্লার ছাত্র-অভিভাবক গন তাদের কাঙ্খিত শিক্ষককে বিজয়ী দেখতে চান। ফলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির এ নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লা,হাট-বাজার,চৌরাস্তা মোড় এমনকি চায়ের দোকানে জমে উঠেছে আলোচনার ঝড়। আগামী ১৬ অক্টোবর শুক্রবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন-২০১৫ ইং কে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারনা এখন তুঙ্গে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিস সূত্রে জানা যায়, দুই প্যানেলে ৩৫ জন করে প্রার্থী ৩৫ টি পদে প্রতিদ্বন্দিতা করবে। প্যানেল-১এ রয়েছেন শিহাব-টিটো এবং প্যানেল-২এ রয়েছেন আজিজ-সিফয়েত। শিহাব-টিটো নতুন মূখ হওয়ায় সমিতির সদস্যরা তাদের প্যানেলকে বিজয়ী করবেন বলে আশাবাদী।এ দিকে আজিজ-সিফায়েত দির্ঘদিন সদস্যদের বিভিন্ন প্রকার সেবা দিয়ে আসছেন এতে জয়ের ব্যাপরে তারা ও শতভাগ আশাবাদি। তবে কোন প্যানেলকে মননিত করবেন ৩১২জন ভোটার সে জন্য আরো ২দিন অপেক্ষা করতে হবে। নির্বাচন পরিচালনা করবেন মধুখালী উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন