শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

ফরিদপুরে জাল টাকা ও ইয়াবাসহ ৫ জন আটক


বিপ্লব কুমার দাস(শাওন):-ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ভীমপুর হতে ৯শ ৩৫ পিস ইয়াবাসহ রুহুল মুন্সী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার নওপাড়া-ভীমপুর আন্ত:সড়কের বাবুলের বাড়ির সামনে থেকে রুহুলের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তার দেহ তল্লাসী করে। এসময় তার কোমরে পলিথিন দিয়ে পেচানো অবস্থ্ায় ৯শ ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করে মধুখালী থানা পুলিশ। এ ব্যাপারে মধুখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এদিকে, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৯ হাজার টাকার ২ শত ৯টি এক হাজার টাকার জাল নোট ও ৩শ ৬ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল গোহাইলবাড়ি গ্রামের দিপক কুন্ডু, রুবেল শেখ, মো নাজির শেখ ও মাধবপুর গ্রামের মো আকরাম।
র‌্যাবের ডিএডি মো রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দিপক কুন্ডুর বাড়িতে অভিযান চালিয়ে ঘরে থাকা জাল টাকা ও ইয়াবা উদ্ধার করে এবং তাদের হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় ডিএডি রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় ৪জনকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন