মোঃ মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় পল্লি উন্নয়ন একতা সংস্থার আয়োজনে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ কামারগ্রাম মিলনায়তনে গত ৭ অক্টোবর বুধবার সকাল ১০টায় বন ও পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জেন্ডার বৈষম্য, নারীর অধিকার বাস্তবায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক একদিনের কর্মশালা আনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন উক্ত কলেজের প্রভাষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও ছাত্র-ছাত্রী বৃন্দ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিস্তারিত আলোচনা করেন পল্লি উন্নয়ন একতা সংস্থার নির্বাহী পরিচালক মো. হাসমত আলী কাজল। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উক্ত কলেজের ম্যানেজিং কমিটির সদস্য নূরুল ইসলাম লিটন, উপজেলা আ’লীগ নেতা আলাউদ্দিন, গোপালপুর ইউনিয়ন ওলামালীগের সভাপতি মো. আলী মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা এস এম রাজিউর রহমান (রাজিব), মো. হাসেম মোল্যা, সাংবাদিক মো. আবুল বাশার ও মোঃ মুজাহিদুল ইসলাম নাঈম প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন