মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

ছিদ্দীক সভাপতি- সিরাজ সম্পাদক, বোয়ালমারী বি এন পি'র সম্মেলন সম্প~ন্ন©




‪‎বোয়ালমারী উপজেলা বি এন পির দ্বি-বার্ষীক সম্মেলন আজ ১৩ অক্টোবর শান্তি পূর্ণ ভাবে সম্প~ন্ন© হয়েছে। সম্মেলন শেষে কাউন্সিলর দের ভোটে সভাপতি পদে আলহাজ ছিদ্দীকুর রহমান,সাধারন সম্পাদক পদে এডঃ সিরাজুল ইসলাম পূনঃনির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নতুন মূখ হিসাবে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান বাবু। সভাপতি পদে ছিদ্দীকুর রহমান-৩৪ ভোট,প্রতিদন্দ্বী খঃরফিকুল ইসলাম কামাল-২১ ভোট, সাধারন সম্পাদক পদে সিরাজুল ইসলাম-৩৬ ভোট,প্রতিদন্দ্বী মোজাফফর হোসেন চুন্নু-১৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মজিবর রহমান বাবু-৩৩ ভোট,প্রতিদন্দ্বী ডাবলু ১৯ কামাল - ভোট প্রাপ্ত হন বলে জানা গেছে|

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন