সোমবার, ২ নভেম্বর, ২০১৫

সমাজ পরিবর্তনে যুবশক্তির ভূমিকা অপরিসীম - ডা. শরীফ

স্টাফ রিপোর্টারঃ যুব সমাজ হচ্ছে একটি জাতির মেরুদন্ড। দেশ ও জাতির উন্নয়ন বিকাশে যুবশক্তির ভূমিকার কোন বিকল্প নেই। তাদের মেধা, সৃজনশীলতাকে কাজে লাগিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। আর এ জন্য আমি যে কোন ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছি। কথাগুলো বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ডা. মাওলানা মো. শরীফুল ইসলাম। তিনি গত ২৫ অক্টোবর বোয়ালমারী হেলিপ্যাড চত্বরে স্থানীয় শিবপুর যুব সমাজ আয়োজিত ৮ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে আয়োজন কমিটির পক্ষ থেকে আ. কাদের, মো. হাসান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও মো. রাজু প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। খেলায় শিবপুর ক্রিকেট একাদশ ৫ উইকেটে স্টেডিয়ামপাড়া একাদশকে পরাজিত করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন