মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১১ নভেম্বর বুধবার আলফাডাঙ্গা উপজেলা শাখা যুবলীগের আয়োজনে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি আলফাডাঙ্গা চৌরাস্তা থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো. আহসান উদ্দৌলা রানার সভাপত্বিতে ও সধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়াইচ ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ট কুমার ঘোষ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, বানা ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিম, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রমূখ। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাসমত হোসেন তালুকদার তপন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন