স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতী ইসলামের সক্রীয় কর্মী বানা ইউনিয়ন ম্যারেজ রেজিষ্টার, বানা স প দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক মওলানা শেখ নিজাম উদ্দিন(৪৫)কে আটক করে শুক্রবার ফরিদপুর কোর্টে প্রেরন করেছে।
জানা যায়, গত ৬ নভেম্বর রাত ৩টায় রূদ্রবানা নিজ বাড়ির পাশে পাকা রাস্তা থেকে এস আই মো. সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশ নিজাম উদ্দিনকে নাশকতা ঘটানোর আশংক্ষায় ফরিদপুর কোর্টে প্রেরন করেছে। এ ব্যাপারে এস আই মো. হাসিমুজ্জামান সাংবাদিকদের বলেন, নিজাম জামায়াতের একজন সক্রীয় কর্মী, তাকে আইন শৃংখলা অবনোতি ঘটানোর আশংক্ষায় আটক করে কোর্টে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন