মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এটিএম নাছিরউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা ইউ সি সি এ লিঃ এর সভপতি মো. আবুল কাশেম মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, প্রগতী আর সি এস লিঃ এর সভাপতি খান আসাদুজ্জামান টুনু, শাপলা সি এস লিঃ এর সভাপতি মো. শাহজান মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান আকন, এশিয়া সি এস লিঃ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, উপজেলা সমবায় উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম সহ সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারি, সমবায়ী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় উপ-পরিদর্শক মো. রেজাউল হক লিটন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন