রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

ডিমের পিকাপ উল্টে খাদে ॥ লক্ষাধীক টাকার ক্ষতি

মো. আবুল বাশার , আলফাডাঙ্গাঃ গত ৫ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টায় আলফাডাঙ্গা সদর বাজারের জামান টেলিকম ও শাহল ট্রেডার্স এর একটি ডিম ভর্তি পিকাপ উল্টে খাদে পড়ে প্রায় ৪ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, ঢাকা মেট্রো-ন- ১৮-০৬৪৫ পিকাপ গাড়ি ঢাকা থেকে ডিম ভর্তি করে আলফাডাঙ্গা আসার পথে কাশিয়ানী উপজেলা কলেজের মোড়ে বৃহস্পতিবার ভোরে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে ব্রীজের নিচে পুকুরের মধ্যে পড়ে যায়। পিকাপটি খাদে পড়ে ডিম ও গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন