মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

বাল্য বিবাহের দায়ে বর সহ ম্যারেজ রেজিষ্টারের জেল

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ বাল্য বিবাহের দায়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর,কনের পিতা সহ ম্যারেজ রেজিষ্টারকে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

জানা যায়, গত ২ নভেম্বর সোমবার সন্ধায় উপজেলাধীন বারাংকুলা গ্রামে রতন মোল্যার স্কুল পড়ুয়া মেয়ে বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী লাবনী পারভীন তার নিজ বাড়িতে বাল্য বিবাহ দেয়ার সময় মেয়ের পিতা রতন মোল্যা(৫০),বর আমিনুর মোল্যা(২০) প্রত্যেককে ১মাস করে ,বুড়াইচ ইউনিয়নের ম্যারেজ রেজিষ্টার আঃ ওহাব মোল্যাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং আঃ রহমান, চুন্নু মোল্যা, মো. আলী প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । 

ভ্রাম্যমান আদালত পরিলানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বর উপজেলার শুকুর হাটা গ্রামের পান্নু মিয়ার পুত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন