বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

স্ত্রী আটক- বোয়ালমারীতে স্বামীকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা,বোয়লমারী  ঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের মনিরউদ্দিন দেওয়ানের ছেলে কৃষক শাহাদত দেওয়ানকে (৪৭) তার স্ত্রী শাহিদা বেগম কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৯.১১.১৬)  দিনগত রাতে ঘুমের মধ্যে নিজ ঘরে যে কোন সময় তাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে নিহতের পরিবার সূত্রে যানা গেছে। ঘটনার পরে তার স্ত্রী পালিয়ে যায়। শাহিদা উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের আক্তার মোল্যার মেয়ে। এক বছর আগে শাহাদত দেওয়ান শাহিদা বেগম কে বিয়ে করে । এটি উভয়ের দ্বিতীয় বিয়ে। সকাল সাড়ে নয়টায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের চাচা মোফাজ্জেল দেওয়ান বলেন, শাহাদতের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের আকতার মোল্যার মেয়ে শাহিদা বেগমকে (২৩) বিয়ে করে। শাহিদার আগে বিয়ে ছিল। তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া-ঝাটি হতো। ঘটনার দিন সকালে শাহাদতকে তার চাচাতো বোন টবু ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার খাটের ওপরে মৃত দেখতে পায় । এদিকে  থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চিতার বাজার সাহিদা বেগমের ভগ্নিপতি মফিজের বাড়ি থেকে শাহিদা বেগম ও তার ভগ্নিপতি মফিজকে পুলিশ আটক  করে থানায় নিয়ে আসে । থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিদা একাই তার স্বামীকে খুন করার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না এখনও স্পস্ট না। পুলিশ হত্যাকান্ডে ব্যাবহৃত লোহার শাবল শাহাদতের ঘরের মধ্য থেকে উদ্ধার করেছে।  নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন