শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

‘সবার আগে দরকার শিক্ষার মানোন্নয়ন’

মুজাহিদুল ইসলাম নাঈম সবার আগে শিক্ষার মানোন্নয়ন দরকার বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের নবনির্বাচিত সভাপতি, কামারগ্রাম কাঞ্চন একাডেমি ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ‘ঢাকাটাইমস’ ও ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন।

শনিবার দুপুরে আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষক ও পরিচালনা পর্ষদের এক পরিচিতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নব-নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।

আরিফুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন দরকার, শিক্ষকদের জীবনমানের উন্নয়ন দরকার, কিন্তু সবার আগে দরকার শিক্ষার মানোন্নয়ন।’

কলেজের উন্নয়ন সম্পর্কে নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি উন্নয়নের বিরোধী নই, আমি উন্নয়নে বিশ্বাসী। আমি কথা দিচ্ছি প্রতিষ্ঠানের শুধু অবকাঠামোই নয় যত ধরনের উন্নয়ন প্রয়োজন আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এ প্রতিষ্ঠানের উন্নয়ন দ্রুতগতিতে করার।’

ঢাকাটাইমস সম্পাদক শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নিলেই হবে না, নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। তোমরা এমন কোনো কাজ করবে না, যাতে তোমাদের প্রতিষ্ঠানের ক্ষতি বা মান ক্ষুণ্ন হয়।’

কলেজের অভিভাবকদের উদ্দেশ্যে আরিফুর রহমান বলেন, ‘শিক্ষকরা নিশ্চয়ই নৈতিক শিক্ষা দেন। কিন্তু মাদকের ছোবল সারাদেশে, তাই আমাদের সন্তানদের যাতে এই মাদক আচ্ছন্ন না করে সে ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে।’

সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ও বেগম শাহানারা একাডেমির সভাপতি শেখ শহীদুল ইসলাম, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য মো. নূরুল ইসলাম লিটন, শেখ শরিফুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা এস এম নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক নীল রতন বিশ্বাস, এ ইউ হায়দার চৌধুরী, সহকারী অধ্যাপক আবুল কাশেম, নিখিল কুমার কুন্ডু প্রমুখ।

এসময় কলেজের শিক্ষক/শিক্ষার্থী, অভিভাবক, এলাকার সুধীজন, স্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন