স্টাফ রিপোর্টার ঃ ফরিদপুর জেলার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে আলফাডাঙ্গা উপজেলার দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নিয়োজিত বানা ইউনিয়নের সুপারভাইজার ও এলসিএস কর্মীদের মাসিক বেতন থেকে কর্তন করা সঞ্চয়ের চেক আজ বুধবার ৩০ নভেম্বর উপজেলা হলরুমে বিতরন করা হয়। উপজেলা প্রকৌশলির বাস্তবায়নে গত ছয় বছর যাবত এই প্রকল্প চালু থাকায় ১৬ জনকে তাদের বেতন থেকে ৪০% কর্তন কৃত টাকার চেক ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, বানা ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ন কবীর বাবু, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, প্রেসক্লাবে যুগ্ন আহবায়ক মো. আলমগীর কবীর প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন