সংবাদদাতা,বোয়ালমারী (ফরিদপুর) ঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মধ্যকামারগ্রামে ধর্ষণের শিকার আদিবাসি সেই শিশুর চিকিৎসার জন্য দশ হাজার টাকা অনুদান দিয়েছেন বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি। বৃহস্পতিবার ১৭নভেম্বর সন্ধ্যায় ইউএন’র কার্যালয়ে ওই শিশুর মায়ের নিকট তিনি অনুদানের টাকার চেক প্রদান করেন। এ সময় ইউএনও ওই শিশুটির চিকিৎসার খোজ খবর নেন এবং ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির আশ্বাস দেন। ওই শিশু বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। অনুদান দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। উল্লেখ্য গত সোমবার (১৪নভেম্বর) প্রতিবেশি লিয়াকত বিশ্বাসের ছেলে ওহিদ বিশ্বাস (২৮) ওই শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুর মা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন