শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

পুলিশ বটে ! বারইপাড়ায় হামলা চালিয়ে বসতবাড়ি ভেঙ্গে গুরিয়ে দেওয়ার অভিযোগ

ভেঙ্গে ফেলা ঘর

বিশেষ প্রতিনিধি  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বসতবাড়িতে হামলা চালিয়ে নির্মানাধীন সাদবিহীন একতলা ভবন ভেঙ্গে গুরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় কর্মরত মহিলা কনস্টেবল রওশন আরা খানমের বিরুদ্ধে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
অভিযোগ ও সরেজমিনে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো. সোহরাব মোল্যার বসতবাড়িতে ১৬ নভেম্বর বুধবার সকাল ৬টার দিকে মহিলা কনস্টেবল রওশন আরা খানমের নেতৃত্বে চাইনিস কোরাল, রামদা,  হাতুরি, লোহার রড, ড্রিল মেশিন, বড় হ্যামার, ও ওয়ালকাটা মেশিনসহ শতাধীক বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্রেরমুখে বাড়ির লোকজনদের জিম্মি করে অতর্কিতভাবে হামলা চালিয়ে নির্মানাধীন সাদবিহীন একতলা ভবন ভেঙ্গেচুড়ে গুড়িয়ে দেয়। আলফাডাঙ্গা থানায় এ ব্যাপারে ১৮ নভেম্বর শক্রবার  মহিলা কনস্টেবল রওশন আরা খানম(২৯), তার পিতা মোখলেচুর রহমান(৭০), ভাই  ফরিদ মোল্যা(২৫), ফয়সাল মোল্যা(২০), ফোরাদ মোল্যা(২৭) ও বড় বোন রেহেনা বেগম(৩৫) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী সোহরাব মোল্যা।
ভূক্তভোগী সোহরাব মোল্যা বলেন, একই গ্রামে অবস্থিত আমার প্রতিবেশী মোখলেচুর রহমানের মেয়ে পার্শ¦বর্তি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মহিলা কনস্টেবল পদে পুলিশের চাকুরি করার সূবাদে প্রভাব খাটিয়ে প্রকাশ্যে দিবালোকে আমাদেরকে অস্ত্রেরমুখে জিম্মি করে আমার একতলা ভবনটি ভেঙ্গে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে এবং আমাকে ও আমার পরিবারকে তারা বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
জানতে চাইলে মহিলা কনস্টেবল রওশন আরা খানম মুঠোফোনে বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তবে ঘটনাস্থল পরিদর্শনকারি আলফাডাঙ্গা থানার এস আই মো. সিরাজুল ইসলাম বলেন, রওশন আরা খানম ঘটনাস্থলে ছিলেন। ঘটনাস্থলেই তার সাথে আমার কথা হয়েছে।
এ ব্যপারে কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ এ কে এম আলীনুর হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি আমি শুনেছি, এটা খুবই দুঃখজনক। তবে বিষয়টি মিমাংশার কথা চলছে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন